নামে বিদেশি প্যাভিলিয়ন হলেও ভেতরে দেশি পণ্যের ছড়াছড়ি। আবার এক দেশের প্যাভিলিয়নে আরেক দেশের পণ্য। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ক্রেতাদের অভিযোগ, বিদেশি পণ্যের নামে হাঁকা হচ্ছে বেশি দাম। তবে, সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেয়ার আশ্বাস মেলার আয়োজক রপ্তানি উন্নয়ন ব্যুরোর।

একই চত্বরে অনেক দেশের পণ্য মেলে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায়। তাই স্বাভাবিকভাবেই ক্রেতা-দর্শনার্থীদের বিদেশি প্যাভিলিয়নের প্রতি আলাদা আকর্ষণ থাকে। মেলার মূল ফটকের ডান দিকে কিছুটা গেলেই চোখে পড়বে ভিন দেশি প্যাভিলিয়ন ও স্টল।

বিদেশি বলা হলেও প্যাভিলিয়নের ভেতরে মিলছে দেশি পণ্যে। ক্রেতা আকৃষ্ট করতে বিক্রেতারাও কথা বলেন হিন্দি বা উর্দু ভাষায়। বিদেশি পণ্য নাম দিয়ে দামও হাঁকা হয় বেশি। বিভ্রান্ত হচ্ছেন ক্রেতারা। তবে, বিক্রেতারা বলছেন, চাহিদা থাকায় প্যাভিলিয়নে দেশি বিদেশি সব পণ্যই রাখছেন তারা।

মেলার আয়োজক রপ্তানি উন্নয়ন ব্যুরো বলছে, নিয়ম মেনেই বিদেশি প্যাভিলিয়নের বরাদ্দ দেয়া হয়েছে। তবে, ক্রেতারা প্রতারিত হওয়ার অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে। মেলার এবারের আসরে বাংলাদেশ ছাড়াও অংশ নিয়েছে ২৩ টি দেশের প্রতিষ্ঠান।

নিউজ ডেস্ক।।বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে