১৯৫৬’র ২৫ নভেম্বর থেকে ২ ডিসেম্বর – চিয়েরা মায়েস্ত্রা পাহাড় থেকে কিউবার বাতিস্তা সরকারকে উৎখাতের পরিকল্পনায় কিউবান বিপ্লবীদের “গ্রানামাজাহাজ” অভিযান । সেই অভিযানে বিপ্লবীদের সঙ্গী এবং তাদের চিকিৎসক । ১৯৫৭-র জুলাইতে সশস্ত্র বিপ্লবী বাহিনীর প্রথম কমান্ডার । ১৯৫৯-এ তীব্র সংগ্রামী লড়াইয়ে বাতিস্তা সরকারের পতন – নতুন বিপ্লবী সরকারের অন্যতম নেতা ।এরপর জাতীয় ভুমি সংসস্কার প্রতিষ্ঠানের শিল্প দপ্তরের প্রধান । জাতীয় ব্যাংকের সভাপতি , শিল্প দপ্তরের মন্ত্রী । ১৯৬৫ সালে কিউবার কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা- রাজনৈতিক সংগঠনের কেন্দ্রীয় নেতা । আন্তর্জাতিক সম্মেলন ও রাষ্ট্রপুঞ্জে কিউবার প্রধান বক্তা ।
১৯৬৫-র এপ্রিলে অন্যান্য দেশের মুক্তিসংরামে সশরীরে অংশগ্রহনের উদ্দেশে কিউবা পরিত্যাগ । কিছু সময় আফ্রিকার কঙ্গোতে (এখন জায়ের) অবস্থান এবং পরে কাস্ত্রোর ব্যবস্থাপনায় গপনে কিউবায় প্রত্যাবর্তন । ১৯৬৬-র নভেম্বরে বলিভিয়ার নিপীড়িত মানুষের জীবনযুদ্ধে ছদ্মবেশে বলিভিয়ায় প্রবেশ । কিউবান বিপ্লবী ও বলিভিয়ার মানুষদের নিয়ে গেরিলা বাহিনী গঠন ও বলিভিয়ার সামরিক সরকার উৎখাতের জন্য গেরিলা অভিযান শুরু । একের পর এক সফল অভিযান । সারা বিশ্ব আলোড়িত । নিদারুন ঝঞ্ঝা বিক্ষুব্ধ প্রতিকুল সময়ের এক বিরল যোদ্ধা ও সেনাপতি । ৮ ই অক্টোবর ১৯৬৭ তে আমেরিকার বংশবদ প্রতিক্রিয়াশীল বলিভিয়ান সামরিক বাহিনীর হাতে আহত এবং ৯ই অক্টোবর ওয়াশিংটনের নির্দেশে সরাসরি গুলির আদেশে নিহত ।
(চলবে)…