বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ হিসেবে দায়িত্ব নিতে ঢাকায় এসেছেন লোডউইক ডি ক্রুইফ। তাজিকিস্তানের বিপক্ষে এশিয়ান কাপের বাছাই পর্বের প্লে অফ ম্যাচের আগে এক মাসের জন্য তাকে জাতীয় দলের দায়িত্ব দিয়েছে বাফুফে।

এর আগেও বাংলাদেশের কোচ হিসেবে দায়িত্ব পালনকালে জাতীয় দল সাফল্য পেলেও, বাফুফের কর্মকর্তাদের বিরুদ্ধে নানা অভিযোগ করার কারণে বেশ বিতর্কিত হন এই ডাচ কোচ। ২০১৫ সালের সেপ্টেম্বরে ডি ক্রুইফের সাথে চুক্তির মেয়াদ শেষ কবার পর তা আর বৃদ্ধি করেনি হয়েছিল বাফুফে।

তবে, নতুন মেয়াদে কাজী সালাউদ্দিন বাফুফের সভাপতি হিসেবে দায়িত্ব নেয়ার পর আপাতত আবারো স্বল্প মেয়াদের জন্য ফিরিয়ে আনা হলো তাকে।

সকালে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান ক্রুইফ। তাজিকদের বিপক্ষে ম্যাচে দলের ভুল-ত্রুটি গুলো শুধরে দেয়াটাই এই মুহূর্তে তার প্রধান কাজ বলে জানিয়েছেন তিনি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে