ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ এর এজেন্ট মেন্দি এন সাফাদির বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র দীর্ঘ দিনের। ইসরায়েলি গণমাধ্যমে বাংলাদেশ সম্পর্কে নানা নেতিবাচক মন্তব্য করে, বাংলাদেশের সরকার পরিবর্তনের কথা তিনি বলেছেন গত বছরই। এবং এসব ক্ষেত্রে বাংলাদেশি রাজনীতিকদের সহায়তার আশ্বাস মিলেছে বলেও দাবি সাফাদির।

এদিকে গোয়েন্দা কর্মকর্তারা বলছেন, বিএনপি নেতা আসলাম চৌধুরীকে গ্রেফতারের আগেই সাফাদির সঙ্গে তার সংশ্লিষ্টতার বিষয়ে তথ্য সংগ্রহ করেছেন তারা। রিমান্ডে তাকে জিজ্ঞাসাবাদে সেই বিষয়গুলো সম্পর্কেই নিশ্চিত হওয়ার চেষ্টা চলছে।

ইসরাইলের ক্ষমতাসীন লিকুদ পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও দেশটির আঞ্চলিক সহায়তা বিষয়ক উপমন্ত্রী আয়ূব কারারের অন্যতম উপদেষ্টা মেন্দি এন সাফাদি। চলতি বছরের মার্চে ভারতের আগ্রায় বিএনপি নেতা আসলাম চৌধুরীর সঙ্গে বৈঠকের আগেই ২০১৫ সালে বাংলাদেশ ইস্যুতে কলকাতা ভ্রমণ করেন তিনি।

কলকাতা থেকে ফিরে ওই বছরের ২৯ জুন স্থানীয় গণমাধ্যম জেরুজালেম অনলাইন ও আই ২৪ নিউজে দুটি সাক্ষাৎকার দেন। সেখানে তিনি বলেন, বাংলাদেশে গণতন্ত্র পূনপ্রতিষ্ঠায় সহায়তার জন্যই কলকাতায় গিয়েছিলেন।

প্রতিবেদনে সাফাদির বরাত দিয়ে বলা হয় বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের মানুষ হুমকির মধ্যে রয়েছে। হিন্দুরা নির্যাতিত ও অপহৃত হচ্ছে। তার দাবি বাংলাদেশের মোট জনসংখ্যার ১০ থেকে ১৫ ভাগ হিন্দু ধর্মবলম্বী, যাদের বেশিরভাগই নানা কারণে ভীত হয়ে দেশত্যাগ করছে।

আমস্টার্ডাম ভিত্তিক সংগঠন গ্লোবল হিউম্যান রাইটস ডিফেন্স নামক সংস্থাকে উদ্ধৃত করে সাফাদি বলেন, বাংলাদেশে ২০০৮ সাল থেকে টার্গেট করে হিন্দুদের উপর হামলা হচ্ছে। মন্দির ধ্বংস করা হচ্ছে। বাড়িঘর লুটপাট করা হচ্ছে।

সাফাদি বলেন, কিভাবে মানুষকে ইসরায়েলি প্রযুক্তি, কৃষি ও অন্যান্য বিষয়ে সহায়তা করা যায় তার সম্ভাব্যতা যাচাই করতে আমি আমি কলকাতা গিয়েছিলাম।

ওই প্রতিবেদনে মেন্দি সাফাদি আরো বলেন আশা করি বাংলাদেশের সরকার পরিবর্তন করে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারবো। তিনি আরো বলেন, ভারতের সঙ্গে যুক্ত হয়ে মি. রহমান ইসরাইলের সঙ্গে কাজ করার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন। কে এই রহমান এটিই এখন গোয়েন্দাদের কাছে কোটি টাকার প্রশ্ন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে