পাইকপাড়া সরকারী ডি-টাইপ কলোনীর সামাজিক সংগঠন “নবীন ক্রীড়া চক্রের” সহযোগিতাই অনূর্ধ্ব ১৬দেরকে নিয়ে পারফেক্ট ফ্রেন্ডস ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেলো “মিনি ক্রিকেট টুর্নামেন্ট-২০১৬”।

উক্ত ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহণকারী সকল সদস্য ছিল অনূর্ধ্ব ১৬-র মধ্যে, মোট ৮টি দলের মধ্যে থেকে ফাইনালে উঠে আসে ক্যাপ্টেন মোহাম্মাদ সোহানের নেতৃত্বে হান্টার বয়েজ ও ক্যাপ্টেন পরাগের নেতৃত্বে টিম ভাই ব্রাদার। এই দুটি দলের মধ্যে আজ বিকেলে ডি-টাইপ কলোনীর ২য়-মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ৩০ রানের ব্যবধানে ক্যাপ্টেন সোহানের “হান্টার বয়েজ” অপর “টিম ভাই ব্রাদারকে” হারিয়ে চ্যাম্পিয়ন হয় আর রানার্সআপ হয় টিম ভাই ব্রাদার। ম্যান অফ দা ম্যাচ হন ক্যাপ্টেন মোহাম্মাদ সোহান এবং ম্যান অফ দা সিরিজ হন মিঠু আহমেদ।

পারফেক্ট ফ্রেন্ডস ক্লাবের আয়োজনে “মিনি ক্রিকেট টুর্নামেন্ট-২০১৬” পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীন ক্রীড়া চক্রের সিনিয়র সহ-সভাপতি মীর শহীদুল আলম(সোহেল), সাংগাঠনিক সম্পাদক নোমান রহমান, আমন্ত্রিত অতিথি শাকিল আহমেদ, সম্মানিত সদস্য মোহাম্মাদ মাহতাবুল আমীন ও আজীবন সদস্য আনন্দসহ অন্যান্য অথিতিরাও উপস্থিত ছিলেন।

পরে ম্যান অফ দা ম্যাচ ক্যাপ্টেন মোহাম্মাদ সোহানের হাতে পুরস্কার তুলে দেন নবীন ক্রীড়া চক্রের সম্মানিত সদস্য মোহাম্মাদ মাহতাবুল আমীন এবং ম্যান অফ দা সিরিজ মিঠু আহমেদের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথি শাকিল আহমেদ ও আজীবন সদস্য মিঃ আনন্দ। নবীন ক্রীড়া চক্রের রানার্সআপ টিম ভাই ব্রাদার হাতে রানার্সআপ ট্রফি তুলে দেন নবীন ক্রীড়া চক্রের সাংগাঠনিক সম্পাদক নোমান রহমান ও চ্যাম্পিয়ন টিম হান্টার বয়েজের ক্যাপ্টেন মোহাম্মাদ সোহানের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন নবীন ক্রীড়া চক্রের সিনিয়র সহ-সভাপতি মীর শহীদুল আলম(সোহেল)।

নবীন ক্রীড়া চক্রের সিনিয়র সহ-সভাপতি মীর শহীদুল আলম(সোহেল) আশা প্রকাশ করেন ভবিষ্যৎও এমন ধারা অব্যাহত রাখবে ডি-টাইপ কলোনীর উদীয়মান তরুনরা।

স্পোর্টস ডেস্ক, বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে