এনেরস্ত গুয়েভারা ডে লা সেরেনা – দুনিয়ার মুক্তিকামী মানুষের উজ্জল স্বাক্ষরে শুধুই পরিচিত নাম – “চে”। জীবন জয়ের সংগ্রামী ধ্রুবতারা – চে গুয়েভারা ।
এরনেস্ত গুয়েভারা লিনচ ও সিলিয়া ডে লা সেরেনার গর্ভের সন্তান চে ১৯২৮ সালের ১৪ জুন পৃথিবীর আলোয় উদ্ভাসিত ।
১৯৫২ সালে বুয়েন্স আয়ারস থেকে ডাক্তার হয়েই সারা ল্যাটিন আমেরিকার সাধারন মানুষের জীবন সংগ্রাম উপলব্ধির জন্য পরিভ্রমন করেন চে । ১৯৫৪ তে সি আই এ পরিচালিত এক সামরিক অভিযানে গুয়েতেমালার জাকাবো আরবেনজের নির্বাচিত উৎখাত সময়ের প্রতক্ষদর্শী । রাজনৈতিক কার্যকলাপের দায়ে মৃত্যু পরোয়ানা জারী । গুয়াতেলামা পরিত্যাগে বাধ্য – মেক্সিকো শহরে আশ্রয় । কিউবার স্বৈরতান্ত্রি সরকার ফুলজেনসিও বাতিস্তাকে ক্ষমতাচ্যুতের উদ্দেশে নির্বাসিত কিউবার বিপ্লবীরা সেই সময় মেক্সিকোতে । সেখানেই বিপ্লবীদের সঙ্গে ঘনিষ্ঠতা এবং ফিদেল কাস্ত্রের সান্নিধ্য লাভ । সালটা ১৯৫৫ ।

(চলবে)…

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে