শুধু কেনাকাটা নয় দেশের ইতিহাস জানার সুযোগও মিলছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায়। আর তাই মেলায় আসা দর্শনার্থীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে বঙ্গবন্ধু প্যাভিলিয়ন। যেখানে তুলে ধরা হয়েছে বঙ্গবন্ধু ও বাংলাদেশের নানা অধ্যায়।
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার মূল প্রবেশপথ পার হয়ে, একটু সামনে গেলেই ডান পাশে চোখে পড়বে বঙ্গবন্ধু ও বাংলাদেশ প্যাভিলিয়ন। দেয়ালজুড়ে নানা তথ্য আর ছবিতে ভেসে উঠে জাতির জনক ও দেশের জন্য তার অবদানের কথা।
প্যাভিলিয়নে শোভা পাচ্ছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বেড়ে ওঠা ও তার সংগ্রামী জীবনের নানা ছবি। রয়েছে স্বাধীনতার ঘোষণাপত্র, বিশ্ব নেতাদের সঙ্গে বঙ্গবন্ধুর বৈঠকসহ নানা বিষয়।
রপ্তানি উন্নয়ন ব্যুরো-ইপিবির প্রতিনিধি জানালেন, ইতিহাস ভালোভাবে জানতে দর্শনার্থীদের জন্য রয়েছে বই কেনার সুযোগ। প্যাভিলয়নে ছবি ছাড়াও তথ্যচিত্র প্রদর্শিত হচ্ছে দর্শনার্থীদের জন্য।
নিউজ ডেস্ক || বিডি টাইম্স নিউজ