অনন্যা সাহিত্য পুরস্কার পেয়েছেন কথাসাহিত্যিক প্রাবন্ধিক আকিমুন রহমান। জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে তার হাতে পুরস্কার তুলে দেন কবি আসাদ চৌধুরী।
পুরুষের পৃথিবীতে এক মেয়ে, বিবি থেকে বেগম, রক্তপূঁজে গেঁথে যাওয়া মাছি আর নিরন্তর পুরুষ ভাবনা’র জন্য আলোচিত লেখক আকিমুন রহমান গ্রহণ করলেন অনন্যা সাহিত্য পুরস্কার। অনন্যা সম্পাদক বলছেন, প্রথাবিরোধী সাহিত্যকর্মের জন্যই বেছে নেয়া হয়েছে আকিমুন রহমানকে।
পুরস্কার প্রদান আয়োজনে কবি আসাদ চৌধুরী ও বেগম আখতার কামাল এই অনুজ লেখকের রচনার নানা দিক তুলে ধরে তার জন্য গর্ব প্রকাশ করেন। তারা বলেন, আকিমুনের লেখনি আরো অনেক নারীকে দেবে প্রথা ভাঙার শক্তি।
আকিমুনের মতো প্রথাবিরোধী লেখকের হাতে পুরস্কার ওঠায় তা তরুণ নারী লেখকদের নতুন প্রেরণা যোগাবে বলে মনে করেন আয়োজকরা।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ