রাজধানীর বাস্তুহারা মানুষের অনেকেই ভোটার। তবে তাদের জীবনমান উন্নয়নে কেউ কিছু করে না বলে অভিযোগ। এমনকি তাদের কাছে ভোট চাইতেও আসে না কেউ। অসহায়দের জন্যই নেতাদের আগে ভাবা উচিত বলে মনে করেন সবহারা মানুষ।
৫৩ বছর বয়সি আব্দুস সাত্তার। দিনভর চুক্তিভিত্তিক নানা কাজ করে যা আয় হয়- তা দিয়ে খাবার জুটলেও মেলে না মাথা গোঁজার ঠাঁই। তাই কমলাপুর রেলস্টেশনই ভরসা। তার মত বাস্তুহারার সংখ্যা কত তার সঠিক পরিসংখ্যান নেই। তবে রাত বাড়লে ফুটপাত, যাত্রী ছাউনি কিংবা রেলস্টেশনে দেখা মেলে এসব মানুষের।
রাজধানীসহ বিভিন্ন জেলার ভোটার এসব বাস্তুহারা। তাদের আক্ষেপ, প্রতি নির্বাচনে ভোট দিলেও তাদের কথা ভাবে না কেউ। নির্বাচনে সহিংসতা হলে কাজ মেলে না। তাই শান্তিপূর্ণ ভোট চান নাগরিক সুবিধার বাইরে থাকা এসব মানুষ।
নিউজ ডেস্ক ।। বিডি টাইমস নিউজ




























