গতকাল ২০১৮ সালে জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড অর্জন কারী সংগঠন একতা উন্নয়ন সংস্থা ঝিনাইদহ শাখার দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ড. মো: হারুনু-উর-রশিদ আসকারী ।
প্রধান অতিথির বক্তব্যে ড. হারুন-উর-রশিদ আসকারী বলেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশনেত্রী শেখ হাসিনা প্রতিবন্ধীদের জন্য বিশেষ সুযোগ সুবিধা চালু করেছে এবং তাদেরকে তিনি সর্বক্ষেত্রে প্রাধান্য দিচ্ছেন । তিনি আরো বলেন আজকে এখানে উপস্থিত উপজেলা নির্বাহি অফিসার শাম্মী আক্তার আমার ছাত্রী তাকে দেখে বোঝা যায় বর্তমান সরকারের সময় কিভাবে নারীর ক্ষমতায়িত হচ্ছে । আমরা চাই আমাদের ডিজিটাল বাংলাদেশ গড়ে উঠুক বাংলাদেশের তরুণদের হাত ধরে । তিনি উক্ত সংস্থার সাধারণ সম্পাদক সুমনকে উদ্দেশ্য করে বলেন অভিনন্দন জানাই সুমনের মত মানুষদের যারা বিশেষ চাহিদা সম্পন্ন হয়েও বাংলাদেশের তরুণদের সর্বোচ্চ জাতীয় সম্মাননা জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড অর্জন করে এনেছে আমি মনে করি সে শুধু ঝিনাইদহে নয় বরং সকল বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের প্রতিনিধিত্ব করেছে এমন একটি জাতীয় মঞ্চে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে ঝিনাইদহ পৌরসভার সুযোগ্য মেয়র জননেতা জনাব সাইদুল করিম মিন্টু, ঝিনাইদহ সদরের উপজেলা নির্বাহী অফিসার জনাব শাম্মী আক্তার এবং কে.সি কলেজের অধ্যক্ষ জনাব বি. এম রেজাউল করিম।
আলোচনা সভা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অতিথিবৃন্দ ঝিনাইদহের কথন সাংস্কৃতিক সংগঠন, কুষ্টিয়ার তারুণ্য একাত্তর, ফরিদপুরের তরুছায়া, ঢাকার অল ফরওয়ান এই চারটি সংগঠনের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন। পরবর্তীতে একতা উন্নয়ন সংস্থার কম্পিউটার প্রশিক্ষণ শেষ করা সকল শিক্ষার্থীর মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয় । পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সঞ্চালনা ও সভাপতির দায়িত্বে ছিলেন যথাক্রমে উক্ত সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক।
প্রিতম মজুমদার
ইসলামী বিশ্ববিদ্যালয় ।। বিডি টাইমস নিউজ














