চুয়াডাঙ্গা পৌরসভার পক্ষ থেকে জেন্ডার এ্যাকশন প্লানের আওতায় বেগম রোকেয়া দিবস উপলক্ষে ষান্মাসিক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার পর পৌরসভা থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে একই স্থানে এসে এক সংক্ষিপ্ত আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
তৃতীয় নগর পরিচালনা ও অবকাঠামো উন্নতিকারণ (সেক্টর) প্রকল্প এলজিইডি’র সহযোগিতায় চুয়াডাঙ্গা পৌরসভার আয়োজনে জেন্ডার এ্যাকশন প্লানের আওতায় বেগম রোকেয়া দিবস উপলক্ষে ষান্মাসিক র্যালি পরবর্তি আলোচনা সভায় বক্তব্য রাখেন, চুয়াডাঙ্গা পৌরসভার প্যানেল মেয়র একরামুল হক মুক্তা ও রেজাউল করিম খোকন। আরো বক্তব্য রাখেন ৪নং ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর আলম মালিক খোকন, মহিলা কাউন্সিলর সুলতানা আরা রত্না। উক্ত আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, মহিলা কাউন্সিলর শেফালী খাতুন, শাহিনা আক্তার রুবি, পৌরসভার সচিব কাজী শরিফুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী আয়ুব আলী বিশ্বাস, সহকারী প্রেকৌশলী হাফিজুর রহমান কাওছার, সহকারী প্রকৌশলী (পানি) এ,এইচ,এম সাহীদুর রশীদ, এসেসর জাহাঙ্গীর আলম ও ইসলাম পাড়া সরকারি প্রাথমিক বিদ্রালয়ের প্রধান শিক্ষক আশরাফের নেতৃত্বে একটি ক্ষুদে ব্যান্ড পার্টির দলসহ পৌরসভার প্রতিটি ওয়ার্ড হতে বিভিন্ন স্তরের নারীরা র্যালি পরবর্তি আলোচনা সভাতে অংশ নেয়।
এছাড়া অনুষ্ঠানটি পরিচালনা করেন, চুয়াডাঙ্গা পৌরসভার টিকাদান সুপারভাইজর আলী হোসেন।
সোহেল রানা
নিউজ ডেস্ক ।। বিডি টাইমস নিউজ














