প্রতি বছরের মতো এবারও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও পুনর্মিলনী করবে ঢাকা উত্তর-দক্ষিণ সিটি কর্পোরেশন। মহান বিজয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংর্ধনা ও পুনর্মিলনী অনুষ্ঠিত হবে।

আগামী রোববার (১৬ ডিসেম্বর) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সকাল থেকেই এ সংবর্ধনার আয়োজন করা হয়েছে। সংবর্ধনা অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা ছাড়াও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন ও উত্তর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র জামাল মোস্তফা উপস্থিত থাকবেন।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মেসবাহুল ইসলাম এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা হাফিজুর রহমান স্বাক্ষরিত এক আমন্ত্রণপত্রে এ তথ্য জানানো হয়েছে।

নিউজ ডেস্ক, বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে