ঢাকায় প্রথমবারের মতো ভিসা সেন্টার চালু করেছে কাতার। সকালে রাজধানীর বাংলামোটরে এ ভিসা সেন্টারের উদ্বোধন করেন ঢাকায় নিযুক্ত কাতারের রাষ্ট্রদূত, আহমেদ মোহাম্মদ আল দেহাইমি। এ সময় সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নূরুল ইসলাম বিএসসি উপস্থিত ছিলেন।
কাতারের রাষ্ট্রদূত জানান, কাতার সরকার অভিবাসীদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা ও নিরাপত্তা নিশ্চিত করেছে। এ কার্যক্রমকে আরও এগিয়ে নিতে এ ভিসা সেন্টার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করেন তিনি।এর ফলে কাতারে অভিবাসন প্রত্যাশীরা এখান থেকে খুব সহজেই ভিসা পাবেন।
ভিসা সেন্টারে শারীরিক পরীক্ষাসহ ভিসা তৈরির সব ধরনের সহায়তা দেয়া হবে। প্রতি রোববার থেকে বৃহস্পতিবার সকাল সাড়ে ৮ টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভিসা সেন্টার খোলা থাকবে।
নিউজ ডেস্ক, বিডি টাইম্স নিউজ