বাংলা একাডেমির মযহারুল ইসলাম কবিতা পুরস্কার পেয়েছেন, কবি মুহম্মদ নূরুল হুদা, মোহাম্মদ বরকতুল্লাহ প্রবন্ধসাহিত্য পুরস্কার পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী।

এছাড়া সাদত আলী আখন্দ সাহিত্য পুরস্কারে ভূষিত হয়েছেন প্রয়াত কবি আবিদ আজাদ। কবির চৌধুরী শিশুসাহিত্য পুরস্কার পেয়েছেন অধ্যাপক হায়াৎ মামুদ। এক অনাড়ম্বর অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়েছে।

বাংলা একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকী কেন্দ্র করে প্রতি বছর এসব সাহিত্য পুরস্কার দেয়া হয়। এবার নতুন করে একাডেমির ফেলোশিপ অর্জন করেছেন ছয় খ্যাতনামা শিল্পী ও সাহিত্যিক।

নিউজ ডেস্ক ।।  বিডি টাইম্স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে