এক জন মানুষের হাত- পা মিলিয়ে ২০ টি আঙুল থাকাটাই স্বাভাবিক । কিছু কিছু ক্ষেত্রে তা নজিরবিহীন ভাবে ২২- ২৩ টি আঙুল দেখা যায় । কিন্তু এরকম মানুষের সংখ্যা খুব কম । এইবার ঘটেছে বাতিক্রম ঘটনা । চীনের হুনান প্রদেশে এক দম্পতির একমাত্র ছেলে হংহং জন্মেছে ৩১ টি আঙুল নিয়ে ।
হংহং এর বয়স ৩মাস । তার হাতে ১৫ টি এবং পায়ে ১৬ টি আঙুল আছে ।
যদিও প্রি-ন্যাটাল স্ক্যানে এমন কোনো অস্বাভাবিকতার আভাস ছিল না বলে জানিয়েছন শিশুটির মা-বাবা। যে কারণে সন্তানের জন্মের পর বিস্ময়ের মাত্রা কয়েক গুণ বেড়ে যায় চীনা দম্পতির।
এদিকে চিকিৎসকরা জানিয়েছেন, অস্ত্রোপচারের মাধ্যমে বাড়তি আঙুলগুলো সরিয়ে দেবেন তাঁরা। শিশুটির মা-বাবারও চাওয়া সেটিই। তাঁরা মনে করছেন, এই বাড়তি আঙুলগুলো সন্তানের জন্য অভিশাপ বয়ে আসবে। তাই যত দ্রুত সম্ভব ছেলের হাতের আঙুল সরিয়ে ছেলেকে স্বাভাবিক জীবন দিতে চান তাঁরা।