আজকের মধ্যে ৬ দফা দাবি না মানলে সব পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছে ভিকারুননিসা স্কুলে আন্দোলনরত শিক্ষার্থীরা। দুপুরে স্কুল গেটে এ ঘোষণা দেয় তারা।

তাদের ছয় দফা দাবির মধ্যে রয়েছে অধ্যক্ষের পদত্যাগ, অরিত্রীর বাবা-মার কাছে প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা, আত্মহত্যায় প্ররোচনার অপরাধে অধ্যক্ষের শাস্তি, স্কুল পরিচালনা পর্ষদের সব সদস্যের পদত্যাগ। এছাড়া কোন শিক্ষার্থীকে শারীরিক বা মানসিকভাবে অত্যাচার না করা এবং শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য মানসিক পরামর্শদাতা নিয়োগের দাবিও জানিয়েছে তারা।

এদিকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় অরিত্রীর শ্রেণিশিক্ষক হাসনা হেনাকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। বুধবার রাতে রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। নকলের অভিযোগে বাবা-মাকে অপমানের ঘটনায়, সোমবার আত্মহত্যা করে ভিকারুননিসার নবম শ্রেণীর ছাত্রী অরিত্রী অধিকারী।

 

নিউজ ডেস্ক ।। বিডি টাইমস নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে