রাজধানীর বাংলামোটরের এক বাড়ি থেকে ছয় ঘণ্টার রুদ্ধশ্বাস পরিস্থিতির পর মাদকাসক্ত নুরুজ্জামান কাজলকে আটক করেছে পুলিশ। উদ্ধার হয়েছে কাজলের বড় সন্তান চার বছরের সুরায়েত। আর পাওয়া গেছে আড়াই বছরের ছেলে শাফায়াতের মরদেহ। শাফায়াতের মৃত্যুর কারণ তাৎক্ষণিক জানাতে পারেনি পুলিশ।
বাংলামোটর এলাকায় বুধবার সকালে খবর ছড়িয়ে পড়ে, একটি বাসায় মাদকাসক্ত বাবা এক সন্তানকে হত্যা করে আরেক জনকে জিম্মি করেছেন। সকাল ৯টার দিকে বাংলামোটর লিংক রোডের ১৬ নম্বর হোল্ডিংয়ে বাড়িটি ঘিরে ফেলে পুলিশ ও র্যাব। 
স্বজনের দাবি, মাদকাসক্তির কারণে কাজলের স্ত্রী কয়েকমাস আগে বাসা থেকে চলে যান। এরপর থেকে দুই সন্তানকে নিয়েই থাকছেন কাজল। কাজলের ছোট ছেলের মৃত্যুর খবর সকালে জানার পর তাকেই হত্যাকারী সন্দেহে বাসার সামনে জড়ো হয় এলাকাবাসী। এ সময় ধারালো দা হাতে চার বছরের আরেক সন্তানকে নিয়ে ভেতরে অবস্থান নেন কাজল। দীর্ঘ সময় বোঝানোর পর বেলা ২টার দিকে তাকে বের করে আনেন ফায়ার সার্ভিস কর্মীরা। অক্ষত উদ্ধার হয়েছে বড় ছেলে সুরায়েত। আর সাফায়াতের কাফনে জড়ানো মরদেহ পাঠানো হয় ঢাকা মেডিকেলে।

পুলিশ জানায়, মাদক গ্রহণের অভিযোগে প্রায় মাস দুয়েক আগে গ্রেপ্তার হয়েছিলেন নুরুজ্জামান কাজল।
নিউজ ডেস্ক, বিডি টাইম্স নিউজ














