ঢাকার কাকরাইলে অবস্থিত ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ এর মুক্তিযোদ্ধা মিলনায়তনে ১৬ নভেম্বর ২০১৮ রোজ শুক্রবার বিকেল ৫ ঘটিকার সময় অনুষ্ঠিত হয়ে গেল সফেন আয়োজিত রত্নগর্ভা মা স্বর্ণপদক ২০১৮ । উক্ত অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো আখতারুজ্জামান ।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ড. এ কে আব্দুল মোমেন, সাবেক রাষ্ট্রদূত । উক্ত অনুষ্ঠানে রত্নগর্ভা মা স্বর্ণপদক গ্রহন করেন কুষ্টিয়ার একজন রত্নগর্ভা মা।

জীবনের এক বন্ধুর পথ পাড়ি দেয়া অনন্য মমতাময়ী মহীয়সী নারীর নাম মীর কামরুন নাহার আজাদ। তার বাবা ওয়াসের আলী জোয়ারদ্দার ছিলেন একজন ব্রিটিশ রাজ কর্মচারী। মাতা রহিমা খাতুন ছিলেন একজন আদর্শ গৃহিণী। বাবা-মায়ের ছয় পুত্র এবং দুই কন্যার মধ্যে কামরুন নাহার ছিলেন সর্ব কনিষ্ঠ । তার জন্ম ১৯৫৭ সালের ২৬ শে ডিসেম্বর।বাড়ির সর্বকনিষ্ঠ কন্যা হওয়ায় সবাই তাকে আদর করে শ্যামলী নামে ডাকতেন। সে সময়ের কঠিন সামাজিক এবং ধর্মীয় অনুশাসনের বেড়াজালের কারনে কৈশোর বয়সেই মাধ্যমিক পেরুনো কামরুন নাহারকে সংসার ধর্মের দায়িত্ব কাধে নিয়ে বিয়ের পিড়িতে বসতে হয়।মেধাবী,পরিশ্রমী, উন্নত এবং সৎ চরিত্রের অধিকারী মীর আবুল কালাম আজাদের সাথে তার বিবাহ সম্পন্ন হয়। বৈবাহিক জীবনের দীর্ঘ চার দশকের পথ চলায় নানা বাধা বিপত্তি আর ঝড় ঝাপ্টা পার করেছেন তিনি তার বিচক্ষন মেধা,অপরিসীম ভালোবাসা আর পাহাড়সম ধৈয্য দিয়ে। কাম্রুন নাহার ছোট বেলা থেকেই ছিলেন সংগীত প্রিয় এবং বিদ্যানুরাগী একজন মানুষ। সাংসারিক কাজের পাশপাশি চলত তার সংগীত আর বই পুস্তকের সাথে গভীর প্রেম। স্বামী মীর আবুল কালাম আজাদ ছিলেন সাবেক প্রশাসনিক কর্মকর্তা বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন। চার পুত্র এবং এক কন্যা নিয়ে এই দম্পতি পার করেছেন তার সুখের সংসার। প্রথম পুত্র মীর আকরাম উদ্দিন আহমেদ। সিনিয়র তথ্য ও জনসংযোগ অফিসার,মাননীয় মন্ত্রীর দপ্তর, তথ্য মন্ত্রনালয় এ কর্মরত আছেন। দ্বিতীয় পুত্র মীর মোঃ মোস্তফা কামাল। ইংরেজি সাহিত্যে এম এ ডিগ্রী অর্জন করে বর্তমানে তিনি যমুনা গ্রুপের হাই টেক্স ফেব্রিক্স লিমিটেড এর ডেপুটি জেনারেল ম্যানেজার হিসেবে কর্মরত আছেন। তৃতীয় কন্যা মীর জান্নাতুল ফেরদৌস। তিনি ঢাকার একটি স্বনামধন্য কনসালটেন্ট ফার্মে কর্মরত আছেন। চতুর্থ পুত্র মীর আব্দুল্লাহ শাহ্‌নেওয়াজ । তিনি ঢাকার উত্তরায় অবস্থিত শান্তা মারিয়ম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে কর্মরত আছেন। পঞ্চম এবং সর্ব কনিষ্ঠ পুত্র মীর সুলতান মাহবুব দৌলা অর্থনীতিতে এম এ ডিগ্রী অর্জন করেছেন। তিনি নাভানা এডুকেশন অ্যান্ড রিসার্চ সেন্টার বাংলাদেশ এর কুষ্টিয়ার পরিচালক হিসেবে কর্মরত আছেন।

সফেন আয়োজিত রত্নগর্ভা মা স্বর্ণপদক ২০১৮ এর কুষ্টিয়ার গর্ব এই রত্নগর্ভা মা মীর কামরুন নাহার আজাদকে বিডি টাইমস নিউজ পরিবারের পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা, সালাম এবং অভিনন্দন।

শামস ই তানভীর ।। বিডি টাইমস নিউজ 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে