খুলনা ২১ বিজিবি সদস্যরা বেনাপোলের পুটখালী সীমান্তে অভিযান চালিয়ে ২২ জন নারী পুরুষ শিশুকে আটক করেছে। তারা কাজের সন্ধানে অবৈধভাবে পুটখালী সীমান্ত দিয়ে ভারতে যাচ্ছিলো। এ সময় কোন পাচারকারীকে আটক করতে পারেনি।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে, কর্নেল ইমরান উল্লাহ সরকার জানান,গোপন সংবাদে জানতে পারি বেনাপোলের পুটখালী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করছে। এমন সংবাদের ভিত্তিতে পুটখালী  বিজিবি একটি টহল দল পুটখালী সীমান্তের চরের মাঠ এলাকায় অভিযান চালিয়ে ১২ জন পুরুষ, ৭ জন নারী ও ৩ শিশু কে আটক করা হয়।তাদের বাড়ি পিরোজপুর, যশোর, নড়াইল,গোপালগঞ্জ ও বরিশাল জেলায়। আটকদের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানা সোপর্দ করা হয়েছে।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে