১১ নভেম্বর, ২৭ কার্তিক, ১৪২৫ বঙ্গাব্দ দেশের জনপ্রিয় নাট্যগোষ্ঠী ‘দৃষ্টিপাত নাট্যদল’র ৩৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও ৩৫ বছরে পর্দাপনের দিন ছিলো । দিনটি উপলক্ষে বড় কোন কর্মসূচি হাতে না নিলেও এ দলের সকলে রোববার মঞ্চে ব্যস্ত সময় পার করেছন।

প্রতিষ্ঠার ৩৫ বছর উপলক্ষে রোববার সন্ধ্যা ৭টায় জাতীয় নাট্যশালা মিলনায়তনের মূল হলে মঞ্চায়িত হয়ে গেলো গ্রীক ট্রাজিক নাট্যকার সফোক্লিসের অসামান্য নাট্যকর্ম ‘ইডিপাস’ অবলম্বনে নাটক ‘রাজা হিমাদ্রি’। নাটকটির নির্দেশনা দিয়েছেন ড. খন্দকার তাজমি নূর। বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন ড. খন্দকার তাজমি নূর, আব্দুল হালিম আজিজ, অধরা প্রিয়া, জাহাঙ্গীর কবির বকুল, রাকিব হাসান ইভন, সুনীল কুমার দে, রফিকুল ইসলাম (রজনীগন্ধা রফিক), সুজন খান, রাজ আহম্মেদ, আকাশ, সবুজ, রাহাত, শ্রেয়া খন্দকার/রিমি, সুপ্তী হালদার, সাদিয়া মেহজাবিন প্রমূখ। আয়োজকদের পক্ষ থেকে সকলকে প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা জানানো হয়েছে।
বিনোদন ডেস্ক। বিডি টাইমস নিউজ


























