আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আশিক্কীনে আউলিয়া ঐক্য পরিষদের সাথে আজ সংলাপে বসবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে সংগঠনটির প্রচার সম্পাদক এনায়েত হোসেন জয়।
সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, আগামী ৬ নভেম্বর দুপুর দুইটায় গণভবনে এ সংলাপের জন্য আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী। সংলাপে আশিক্কীনি আউলিয়া ঐক্য পরিষদের সভাপতি শাহ্ সূফী- সাইয়েদ আলম নূরী আল্ সুরেশ্বরী ও তার একটি প্রতিনিধি দলের উপস্থিত থাকবেন। এর আগে প্রধানমন্ত্রীর সাথে সংলাপে বসার জন্য আশিক্কীনে আউলিয়া ঐক্য পরিষদের পক্ষ থেকে আবেদন জানানো হয়।
এদিকে, প্রধানমন্ত্রীর এমন পদক্ষেপকে ধন্যবাদ জাানিয়ে ঐক্য পরিষদের পক্ষ থেকে তাঁর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করা হয়।
নিউজ ডেস্ক।। বিডি টাইম্স নিউজ