ভোটাধিকার নিশ্চিত করতে আগামী নির্বাচনে সরকার ও রাজনৈতিক দলগুলোর কাছে ৬ দফা দাবি তুলে ধরেছে দেশের যুব সমাজ। সোমবার রাজধানীর সিরডাপে এক অনুষ্ঠানে যুব সমাজের পক্ষে দাবি তুলে ধরেন এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ড. দেবপ্রিয় ভট্টাচার্য্য।

তিনি বলেন, দেশে বর্তমানে মোট ভোটারের এক-তৃতীয়াংশ যুব সমাজ। যার প্রায় দুই কোটি নতুন ভোটার। আগামী নির্বাচনে যুব সমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এজন্য তাদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। এ সময় ডক্টর দেবপ্রিয় আরও বলেন, দেশের রাজনৈতিক দলগুলো যুবসমাজকে অপব্যবহার করছে। এটি রোধ করতে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

এক্ষেত্রে সব রাজনৈতিক দলের পক্ষ থেকে সুস্পষ্ট ঘোষণা দিতে হবে। পাশাপাশি নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করতে আগ্রহী এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে