আল-হাইআতুল উলয়া লিল-জামি’আতিল কওমিয়া বাংলাদেশ এর উদ্যোগে সোহরাওয়ার্দী উদ্যানে “শুকরানা মাহফিল” অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোহরাওয়ার্দী উদ্যানে, কওমি মাদ্রাসার দাওরায়ে হাদিস সনদকে স্নাতকোত্তরের সমমান দেওয়ায় শোকরানা মাহফিল শুরু হয়েছে। সকাল সোয়া ৯টার দিকে আল হাইয়াতুল উলা লিল জামিয়াতুল কওমিয়া’র আয়োজনে শুরু হয় মাহফিলের আনুষ্ঠানিকতা।

আয়োজকরা জানান, শোকরানা মাহফিলে প্রায় ১০’লক্ষাধিক লোক সমাগম হবে, সারাদেশে প্রায় ১৭ হাজার কওমি মাদ্রাসায় শিক্ষার্থীর সংখ্যা ২৫ লাখের বেশি। কওমির বর্তমান ও সাবেক শিক্ষার্থীর সংখ্যা অন্তত ৬০ লাখ। তাদের একটি অংশ আসবে মাহফিলে। এছাড়াও শিক্ষক ও ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরাও মাহফিলে আসবেন।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ
বাড়ি মিডিয়া-গণমাধ্যম উদ্বোধন ও সম্মেলন সোহরাওয়ার্দী উদ্যানে কওমি বাংলাদেশ এর উদ্যোগে “শুকরানা মাহফিল” অনুষ্ঠিত হচ্ছে




























