আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিভিন্ন দলের সঙ্গে সংলাপে বসছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট। আজ সন্ধ্যায় শুরুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জাতীয় ঐক্যফ্রন্টের নেতাদের বৈঠকের মধ্য দিয়ে শুরু হচ্ছে সংলাপ। এর পর কয়েকদিনের মধ্যে অন্তত ৪টি জোট ও দলের সঙ্গে হবে সংলাপ।

দশম জাতীয় সংসদ নির্বাচন বর্জন করা বিএনপি এর আগে বিভিন্ন সময়ে সংলাপ চাইলেও সে সুযোগ মিলছে এবার। খালেদা জিয়া কারাগারে থাকলেও, ড. কামাল হোসেনের নেতৃত্বে ঐক্যফ্রন্টে সংলাপে যাচ্ছে বিএনপি। ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এ ধরনের বক্তব্যে স্পষ্ট হয়েছে, বেশকিছু রাজনৈতিক দল ও জোটের সঙ্গে সংলাপে বসতে চায় সরকার। এরই মধ্যে তিনটি জোট ও দলকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে সংলাপের জন্য চিঠি দেয়া হয়েছে। সংলাপে নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী ও ক্ষমতাসীন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। সঙ্গে থাকছেন ১৪ দলের শরিক দলগুলোর নেতা রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, মইন উদ্দীন খান বাদল ও দিলীপ বড়ুয়া।

শুক্রবার সংলাপ হবে সাবেক রাষ্ট্রপতি একিউএম বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বাধীন বিকল্প ধারার সঙ্গে। আর সোমবার হবে বিরোধী দল জাতীয় পার্টির সঙ্গে। এছাড়া আরও একাধিক দলের সঙ্গে সংলাপের সম্ভাবনা রয়েছে।

বাংলাদেশের রাজনীতিতে ১৯৭৬ সালের পর ৪২ বছরে সংলাপের উদ্যোগ নেয়া হয়েছে ছয় বার। এতে ইতিবাচক ফল না আসলেও এবারের সংলাপ নিয়ে আশাবাদী রাজনৈতিক বিশ্লেষকরা।

নিউজ ডেস্ক।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে