গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে চট্টগ্রামের ১৬ প্রকল্পের উদ্বোধন করলেন। চট্টগ্রাম নগরীর যানজট নিরসনে পতেঙ্গা সমুদ্র সৈকত থেকে ফৌজদারহাট পর্যন্ত উপকূল ঘেঁষে ২২ কিলোমিটার আউটার রিং রোডের কাজ শুরু হয় ২০১৫ সালে। ২ হাজার ৪০০ কোটি টাকার এই প্রকল্পে নতুন করে যুক্ত হয়েছে পর্যটকদের জন্য বিভিন্ন সুবিধা। চট্টগ্রামে একসঙ্গে ২৮ হাজার কোটি টাকার চারটি উন্নয়ন প্রকল্পের ভিত্তি স্থাপন ও উদ্বোধন হচ্ছে আজ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে দুটি প্রকল্পের উদ্বোধন এবং দুটির ভিত্তি স্থাপন করেন।

প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সে শুধু এই প্রকল্প নয়, উদ্বোধন হচ্ছে চট্টগ্রাম বন্দরের দুই হাজার ৩০০ একর জায়গায় বে-টার্মিনালের নির্মাণ কাজ। ভিত্তি স্থাপন করা হবে লালখান বাজার থেকে বিমানবন্দর পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং চাকতাই থেকে কালুরঘাট পর্যন্ত শহর রক্ষা বাঁধের নির্মাণ কাজের। এসব প্রকল্প বন্দরনগরীর অর্থনীতি ও নগরবাসীর জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আনবে বলে আশা প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠানের কর্মকর্তাদের।

চট্টগ্রাম জেলার ১৬ প্রকল্পের মধ্যে রয়েছে- বে-টার্মিনাল নির্মাণ, চট্টগ্রাম বন্দরে ৩টি শিপ টু শোর গ্যান্ট্রি ক্রেন স্থাপন, চট্টগ্রাম সিটি আউটার রিং রোড প্রকল্প, চট্টগ্রাম প্রেসক্লাবে নির্মিত বঙ্গবন্ধু হল, বাঁশখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন, ১৯৮৮ সালে স্বৈরাচার বিরোধী আন্দোলনে শহীদদের স্মরণে স্মৃতিসৌধ, বাঁশখালী আদালত ভবন, কালুরঘাট সেতু হতে চাক্তাই খাল পর্যন্ত সড়ক নির্মাণ, লালখান বাজার হতে শাহ আমানত বিমানবন্দর পর্যন্ত এডিলভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ, চট্টগ্রাম টেক্সটাইল ইনস্টিটিউট, রাঙ্গুনিয়া উপজেলা শিল্পকলা একাডেমি, পটিয়া দুগ্ধ কারখানা ও বাংলাদেশ শিপিং কর্পোরেশনের নতুন জাহাজ এমভি বাংলার জয়যাত্রার উদ্বোধনের কথা রয়েছে।

এর মধ্যে রাঙ্গুনিয়ার কেএফডি লি: এর বহুমুখী ইউনিটের উন্নয়ন ও আধুনিকায়ন প্রকল্প, সীতাকুণ্ড গালফ্রা হাবিব লি: এর বিএমআরই, বে-টার্মিনাল নির্মাণের ভিক্তিপ্রস্তর স্থাপন করবেন। তবে, এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ পরিকল্পিত নয় বলে মত সড়ক পরিবহন বিশেষজ্ঞদের। তারা বলছেন, যানজট নিরসনের পরিবর্তে বাড়বে দুর্ভোগ। প্রকল্প চারটির মধ্যে বে টার্মিনাল নির্মাণ করবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। বাকি তিনটি প্রকল্পই বাস্তবায়ন করছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে