সময়ের বহুল আলোচিত ছবি ‘দহন’। ইতিমধ্যে ছবিটির সকল প্রকার কারিগরী কার্যক্রম শেষ হয়েছে। আগামী ১০ নভেম্বর ২০১৮ইং তারিখ নাগাদ সেন্সরে যাবে এটি। সেন্সর পেলে মুক্তি নিয়ে আর সংশয় থাকবে না ছবিটির। সে অনুযায়ী ১৬ নভেম্বর শুক্রবার মুক্তি দেওয়ারও কথা ছিল। তবে ‘মিস্টার বাংলাদেশ’ ছবির কারণে আপাতত মুক্তি দেওয়া হচ্ছে না জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত সিয়াম-পূজার ‘দহন’। ওইদিন মুক্তি পাবে খিজির হায়াতের ‘মিস্টার বাংলাদেশ’।
মঙ্গলবার (৩০ অক্টোবর) রাতে রাজধানীর মগবাজারে জাজ মাল্টিমিডিয়ার মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন প্রতিষ্ঠানটির কর্ণধার আব্দুল আজিজ। তিনি বলেন, “দহন’ আসার কথা ছিল আগামী ১৬ নভেম্বর। আসছে ১০ তারিখে ছবিটি সেন্সরে জমাও দিয়ে দেবো। তবে আপাতত মুক্তি দেওয়া হচ্ছে না।’
কিন্তু কেনো? এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা ছবি পরিবেশনের জন্য কোন টাকা নিই না, আবার সব ছবি পরিবেশন করতেও চাই না। ‘মিস্টার বাংলাদেশ’ দেখার পর খুবই ভালো লাগছে। এটা সময়ের ছবি, দেশের ছবি, দশের ছবি। এ ছবিটা টাকার জন্য বানানো ছবি না। এই ছবির মধ্যে ম্যাসেজ আছে। সময়ের সঙ্গে যেতে পারে এ ধারণা থেকে ছবিটি পরিবেশনের উদ্যোগ নিয়েছি। একই ঘরনার ছবি হওয়ায় ১৬ তারিখ আমি ‘দহন’ মুক্তি দিচ্ছি না। ওইদিন মুক্তি পাবে ‘মিস্টার বাংলাদেশ’।’
প্রযোজক খিজির হায়াত বলেন, “ছবিটি জঙ্গিবাদ বিরোধী একটি চলচ্চিত্র। বর্তমান সময়ের আলোচিত নানা ঘটনা ও তার প্রতিচ্ছবি ফুটে উঠবে ‘মিস্টার বাংলাদেশ’র মধ্যে। ‘দহন’ ও ‘মিস্টার বাংলাদেশ’ ছবি দু’টিই একই ধরণের হওয়ায় আমরা একসঙ্গে বসলাম, আলোচনা করলাম। যেহেতু ছবি দু’টি আমরা দর্শককে দেখাতে চাই আর এ থেকে টাকা আয়ের ইচ্ছে নেই। তাই আগে ‘মিস্টার বাংলাদেশ’ ও পরে ‘দহন’ আসবে দর্শকদের সামনে।”
বক্তব্য শেষে শুভমুক্তির তারিখ সম্বলিত ‘মিস্টার বাংলাদেশ’র বিদ্রোহী পোস্টার প্রকাশ করা হয় গণমাধ্যমের সামনে। খিজির হায়াতের প্রযোজনায় ‘মিস্টার বাংলাদেশ’ ছবিটি পরিচালনা করেছেন আবু আকতারুল ইমান।
এসএম শাফায়েত
বিনোদন ডেস্ক। বিডিটাইমস্ নিউজ