সম্প্রতি সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে নাসিম সাহনিক পরিচালিত এই চলচ্চিত্র। ১৮ অক্টোবর, বৃহস্পতিবার, বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র পায় ‘গোয়েন্দাগিরি।’ শখের গোয়েন্দাদের গল্প নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘গোয়েন্দাগিরি’ মুক্তি পেতে যাচ্ছে শীঘ্রই।‘গোয়েন্দাগিরি’ চলচ্চিত্রের প্রযোজনা প্রতিষ্ঠান আম্মাজান ফিল্ম। সহযোগি প্রযোজক ক্রোমোমিডিয়া।

নাসিম সাহনিক এর সাথে আলাপকালে তিনি বলেন, সেন্সর পাওয়ায় আমি অত্যন্ত আনন্দিত। বাংলাদেশে গোয়েন্দা ধারার চলচ্চিত্র নিয়ে আমার বেশ গোছানো পরিকল্পনার এই চলচ্চিত্রটি প্রথম প্রকাশ। গোয়েন্দাগিরি আমার প্রথম সিনেমা। এই সিনেমায় এক দল শখের গোয়েন্দাদের সাহসী অভিযান দেখানো হয়েছে। ভুতুরে এক জমিদার বাড়ির রহস্য নিয়ে কাজ করে তারা। থ্রিলারধর্মী এই গল্পে সায়েন্স ফিকশনের ছোঁয়াও রয়েছে।

গোয়েন্দাগিরি চলচ্চিত্রে শখের গোয়েন্দা চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়িকা শম্পা হাসনাইন। সুপার হিরো সুপার হিরোইনখ্যাত এই নায়িকা বলেন, গোয়েন্দাগিরি চলচ্চিত্রটি সেন্সর সার্টিফিকেট লাভ করায় আমি ভীষণ আনন্দিত। চলচ্চিত্রটিতে আমি শখের গোয়েন্দা থাকি। আমাকে মেধাবী ছাত্রী হিসেবে উপস্থাপন করা হয়েছে।

গোয়েন্দাগিরি চলচ্চিত্রটির অধিকাংশ শুটিং ঢাকা, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর ও নারায়নগঞ্জে সম্পন্ন হয় ২০১৬-২০১৭ সালে। এছাড়াও চলচ্চিত্রটিতে বিভিন্ন নাম চরিত্রে অভিনয় করেছেন কচি খন্দকার, তারেক মাহমুদ, শিখা মৌ, সীমান্ত আহমেদ, টুটুল চৌধুরি, তানিয়া বৃষ্টি প্রমুখ।

গাজী মামুন, বিশেষ প্রতিনিধি
বিডিটাইমস্ নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে