ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কুমিল্লায় এই প্রথমবারের মতো দুইদিন ব্যাপী শচীন মেলার আয়োজন করা হয়েছে। কুমিল্লা জেলা প্রশাসনের উদ্যোগে বুধবার বেলা ১১টার দিকে নগরীর চর্থা এলাকায় শচীন দেব বর্মণের পৈত্রিক নিবাসে শ্রদ্ধাঞ্জলি অর্পণের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর।
এসময় পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলামসহ প্রশাসনের পদস্থ কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন। এর আগে নগরীর ইউসুফ বহুমুখী হাইস্কুল থেকে একটি র্যালী বের হয়ে শচীন দেব বর্মণের বাড়িতে গিয়ে শেষ হয়।
মেলা উপলক্ষ্যে শচীন দেব বর্মণের বিভিন্ন ছবি প্রদর্শিত হচ্ছে। এ ছাড়া নতুন প্রজন্মের শিক্ষার্থীদের সংস্কৃতি অঙ্গনে আগ্রহ সৃষ্টির লক্ষ্যে মেলায় ১৫ টি স্টল দেয়া হয়েছে। এতে বিভিন্ন প্রকার বাদ্যযন্ত্র ও মৃৎশিল্প বিক্রয় করা হচ্ছে।
তারিকুল ইসলাম শিবলী,
কুমিল্লা নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ














