রাজধানীর পাসপোর্ট অফিসের সামনে থেকে দালাল চক্রের ২৪ জন সদস্যকে আটক করে সাজা দিয়েছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
র্যাব জানায়, এই দালালরা পাসপোর্ট প্রার্থীদের ফরম পূরণ, সত্যায়ন, ব্যাংকে ফি জমা এমনকি ভেরিফিকেশন ছাড়া দ্রুত পাসপোর্ট তৈরি করে দেয়ার কথা বলে টাকা আদায় করতো। এতে নানা রকম হয়রানির শিকারও হতেন পাসপোর্ট প্রার্থীরা।
আটকদের মধ্যে ১৯ জনকে এক থেকে ছয় মাসের কারাদণ্ড এবং পাঁচ জনকে ২৯ হাজার টাকা জরিমানা করা হয়।