যৌন হয়রানির অভিযোগে ১৩ শীর্ষ ব্যবস্থাপকসহ ৪৮ জনকে বরখাস্ত করেছে টেক জায়ান্ট গুগল। বুধবার, অভিযুক্ত কর্মকর্তাদের চিঠি পাঠান প্রধান নির্বাহী সুন্দর পিচাই।
২০১৬ সাল থেকে বিভিন্ন অভিযোগের ভিত্তিতে এই ছাটাই প্রক্রিয়া চালিয়েছে গুগল। চিঠিতে পিচাই আরও বলেন, প্রত্যেক হয়রানির অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে, দোষী সাব্যস্ত হলে পাবে শাস্তিও। নিরাপত্তার স্বার্থে, নারী কর্মকর্তাদের নাম প্রকাশ করেনি গুগল। এদিকে, নিউইয়র্ক টাইমসের একটি প্রতিবেদনে বলা হয়, এন্ড্রয়েডের উদ্ভাবক অ্যান্ডি রুবিনও যৌন হয়রানির অভিযোগ মাথায় নিয়ে চাকরি ছেড়েছিলেন। যদিও, গুগল থেকে পাওনা ৯ কোটি ডলার বুঝে নেন তিনি।
অবশ্য, রুবিনের আইনজীবী এ অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন, টেকনোলোজি ইনকিউবেটর ‘প্লেগ্রাউন্ড’ চালুর জন্যেই গুগল ছাড়েন অ্যান্ডি। এদিকে টেক জায়ান্টটিও জানিয়েছে, গত দু’বছরে গুগল থেকে বরখাস্ত হওয়া কোন কর্মকর্তাকে দেয়া হয়নি ক্ষতিপূরণ।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ