বেকারত্ব কমাতে সরকারকে কর্মসংস্থান তৈরির পাশাপাশি টেকসই উদ্যোগ নেয়ার আহ্বান জানিয়েছে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্লাটফর্ম। বেকারত্ব কমাতে যথাযথ পরিকল্পনার পাশাপশি রাজনৈতিক দলগুলোকে তরুণদের জন্য আলাদা করে ভাবতে হবে। রোববার সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে যুব সম্মেলনে এসব কথা উঠে আসে।
২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নে যুবসমাজের ভূমিকা নিয়ে সম্মেলনের আয়োজন করে এসডিজি বাস্তবায়ন নাগরিক প্লাটফর্ম। সম্মেলনে উঠে আসে নতুনদের সম্ভাবনা ও চ্যালেঞ্জের বিষয়টি।
বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার পর পলিসি ডায়ালগের মতে, বেকারত্ব কমাতে কার্যকর পরিকল্পনার পাশাপশি তরুণদের জন্য আলাদা করে ভাবতে হবে। মানবসম্পদ উন্নয়নে বাংলাদেশ আগের চেয়ে ভালো করছে। বক্তাদের মতে, তরুণদের সম্ভাবনাকে যথাযথ কাজে লাগাতে পারলে অর্জনের পাল্লা সমৃদ্ধ হবে।
সবার জন্য কর্মসংস্থান বড় চ্যালেঞ্জ হলেও তা অসম্ভব নয়। যুব প্রতিমন্ত্রীর মতে, তরুণদের কাজে দক্ষ করতে আন্তরিক সরকার। প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান আগের চেয়ে বেশি হচ্ছে। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সক্রিয় হতে তরুণদের প্রতি আহ্বান জানান বক্তারা।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ














