সাকিবের চোটে টেস্ট ও টি-টোয়েন্টির অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ, এমনটাই ইঙ্গিত দিয়েছেন নাজমুল হাসান পাপন। ২০১৯ বিশ্বকাপে পুরোপুরি ফিট পেতে বিপিএল ও আইপিএলে সাকিবের অংশ না নেয়ার পক্ষে বিসিবি সভাপতি। জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে স্কোয়াডে বড় পরিবর্তন না থাকার কারণও জানিয়েছেন পাপন।

মেলবোর্নে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে শুরু হবে সাকিবের পুনর্বাসন প্রক্রিয়া। কিন্তু হয়ের নির্দেশ অনুযায়ী আগামি তিন মাস ব্যাট হাতে নিতে পারবেন না। এই সময়ের মধ্যে আঙ্গুলের ব্যথা পুরো সেরে গেলে লাগবে না অস্ত্রোপচার। বিপিএল দিয়ে মাঠে ফিরতে চান টাইগার সুপারস্টার।

সামনে ব্যস্ত সূচি, দলের প্রাণকে মিস করবে টিম টাইগার্স। বিসিবি সভাপতির কাছে গুরুত্বপূর্ণ ২০১৯ বিশ্বকাপ। ইংল্যান্ডের মেগা আসরে সাকিবকে পুরো ফিট চান নাজমুল হাসান পাপন।
জিম্বাবুয়ে-উইন্ডিজ সিরিজে টেস্ট-টি টোয়েন্টির নেতৃত্ব দেবেন কে? বিসিবি সভাপতির দৃষ্টিতে এগিয়ে মাহমুদুল্লাহ রিয়াদ।

জিম্বাবুয়ে সিরিজের ওডিআই দল যখন ঘোষণা হয়েছে, খুব বেশি পরিবর্তন নেই। এটাকে স্বাভাবিক বলছেন বিসিবি বস। র‍্যাংকিংয়ের কথা মাথায় রেখে জিম্বাবুয়ের বিপক্ষে সব ম্যাচ জয়ের প্রত্যাশা তার।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে