১৪ বছর পূর্ণ হলো দেশের প্রথম মাল্টিপ্লেক্স সিনেমা হল স্টার সিনেপ্লেক্সের। সোমবার সন্ধ্যায় সিনেপ্লেক্সের স্টার জোনে জাঁকজমকপূর্ণ আয়োজনে হলো বর্ষপূর্তির উদ্‌যাপন।

জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্যে দিয়ে উদ্‌যাপন করা হলো স্টার সিনেপ্লেক্সের ১৪ বছর পূর্তি। শুভেচ্ছা জানাতে আসেন চলচ্চিত্র তারকাসহ সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিরা।
চলচ্চিত্রকে সবার কাছে পৌঁছে দিতে আরও বড় পরিকল্পনার কথা জানাল স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ। ১৪ বছর পূর্তির আয়োজনে স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাওয়া ১৪টি চলচ্চিত্রকে পুরস্কৃত করে কর্তৃপক্ষ।

২০০৪ সালের ৮ অক্টোবর রাজধানীর বসুন্ধরা সিটি শপিংমলে যাত্রা শুরু স্টার সিনেপ্লেক্সের। দেশে সিনেমা হলের ধারণাই বদলে দেয় এই মাল্টিপ্লেক্স সিনেমা হল। দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে বিশ্বমানের প্রেক্ষাগৃহের সব সুযোগ-সুবিধার কারণে।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে