ফেসবুক চালু হওয়ার পর নিউজফিডের সবচেয়ে বড় পরিবর্তনটি ঘটতে পারে অতি অদূর ভবিষ্যতে । নিউজফিডকে আরো প্রাণবন্ত ও উপকারী করার জন্য বিশাল একটি পরিবর্তন নিয়ে আসার লক্ষ্য নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে ফেসবুক টিম ।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশেবল জানিয়েছে, গত শুক্রবার টুইটারে ছাড়া একটি স্ক্রিনশটে দেখা গেছে, ফেসবুক পরীক্ষামূলকভাবে নিউজফিডের নিচে একটি ‘লে-আউট’ যোগ করেছে, যেখানে নিউজফিডের পোস্টগুলোকে একাধিক শ্রেণিতে ভাগ করা হয়েছে বিভিন্ন বিষয়ের ভিত্তিতে। যেমন : ‘ওয়ার্ল্ড এন্ড ইউএস,’ ‘স্পোর্টস’ এবং ‘ফুড’ ইত্যাদি। তবে এই অংশটির বাইরে আর তেমন কোনো পরিবর্তন দেখা যায়নি।
এদিকে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশেবলকে ফেসবুকের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে যে তারা এই শ্রেণিবদ্ধ নিউজফিড নিয়ে পরীক্ষা চালাচ্ছে।