তরুণদের লবিস্ট হিসেবে কাজ করবে ইয়ুথ বাংলা, এমনটি জানিয়েছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র রেদওয়ান মুজিব ববি।

শনিবার সকালে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে। মাইক্রোসফট ইয়াংবাংলা সামিটের সমাপনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। এবারের সামিটে অংশ নেয় সারাদেশের ২৫০ টি দল।  এদের মধ্য থেকে নির্বাচিত ২০ টি দল কে অনুষ্ঠিত হচ্ছে এই চূড়ান্ত আয়োজন। এদের মধ্য থেকে ৫ টি দলকে বিজয়ী ঘোষণা করা হবে।

অংশগ্রহণকারী দল শিক্ষা, স্বাস্থ্য, খেলাধুলা, তথ্যপ্রযুক্তি, যোগাযোগ অবকাঠামো নানা বিষয়ে উদ্ভাবনী প্রস্তাবনা নিয়ে প্রতিযোগিতা করে। বিজয়ী দলগুলোকে সম্মাননাসহ প্রস্তাবিত আইডিয়া বাস্তবায়নের অর্থ দেয়া হয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে