রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হলো বাংলা ভাষা নিয়ে মেধাভিত্তিক টিভি রিয়েলিটি শো ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ দ্বিতীয় বর্ষপূর্তি।

নতুন প্রজন্মের কাছে শুদ্ধ বাংলা বানানের ব্যবহার ছড়িয়ে দিতে ইস্পাহানি মির্জাপুর গত দুই বছর ধরে এ প্রতিযোগিতার আয়োজন করে আসছে। প্রতিযোগিতায় বাংলাবিদ নির্বাচনের দায়িত্বে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ও ভাষা বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত জুরিবোর্ড।

জুরি বোর্ডে আরও ছিলেন সাহিত্যিক ও কিশোর আলো সম্পাদক আনিসুল হক, অধ্যাপক সৌমিত্র শেখর এবং ত্রপা মজুমদার। উৎসবের শেষ পর্বে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।

নিউজ ডেস্ক, বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে