মানব উন্নয়ন সূচকে তিন ধাপ এগিয়েছে বাংলাদেশ। জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি ইউএনডিপির মানব উন্নয়ন প্রতিবেদনে ১৮৯ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৩৬তম।
২০১৭ সালে বাংলাদেশ ছিল ১৩৯তম অবস্থানে। তার আগের বছর ছিল ১৪২তম অবস্থানে। সূচকে বাংলাদেশের পয়েন্ট শূন্য দশমিক ৬ শূন্য ৮, যা গতবার ছিল শূন্য দশমিক পাঁচ সাত নয়। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, বাংলাদেশের মানুষের আয়ু ৭২ বছর থেকে বেড়ে ৭২ দশমিক ৮ বছর হয়েছে। এছাড়া মাথাপিছু আয়- জিএনআই ৩৩৬ ডলার বেড়ে হয়েছে ৩ হাজার ৬৭৭ ডলার।
প্রতিটি দেশের স্বাস্থ্য, শিক্ষা, আয় ও সম্পদের উৎস, লৈঙ্গিক সমতা, দারিদ্র্য, কর্মসংস্থানসহ বিভিন্ন আর্থসামাজিক অগ্রগতির তথ্য বিশ্লেষণ করে এ সূচক তৈরি করে ইউএনডিপি। প্রতিবেদনে দক্ষিণ এশিয়ায় মানব উন্নয়নে পাকিস্তান ও নেপালের চেয়ে এগিয়ে বাংলাদেশ। তবে পিছিয়ে শ্রীলঙ্কা, মালদ্বীপ, ভারত ও ভুটানের চেয়ে।
ইন্ডিপেনডেন্ট














