দেশে স্বাধীন সাংবাদিকতার পরিবেশ সংকুচিত হয়ে যাচ্ছে বলে আভিযোগ করেছেন সাংবাদিক নেতারা। তাদের মতে এ দায় রাষ্ট্রের। চলমান নিরাপদ সড়ক আন্দোলনে সাংবাদিকদের ওপর হামলার বিচারের দাবিতে জাতীয় প্রেসক্লাব ও কারওয়ান বাজারে মানববন্ধন করে সাংবাদিকদের বিভিন্ন সংগঠন। হামলাকারীদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার সময় বেঁধে দিয়েছে বাংলাদেশে ফেডারেল সাংবাদিক ইউনিয়ন।
নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলনের সময় শনিবার রাজধানীর সায়েন্সল্যাবে পেশাগত দায়িত্বপালনকালে হামলার শিকার হন এসোসিয়েট প্রেসের ফটোর্জানালিষ্ট এ এম আহাদসহ ২৪ সাংবাদিক।
এ ঘটনার প্রতিবাদে সকালে ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে পেশাগত নিরাপত্তার দাবি করেন।
এরপর বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ডাকা মানববন্ধনে সংহতি প্রকাশ করে ঢাকা সাংবাদিক ইউনিয়ন, ঢাকা রিপোর্টাস ইউনিটি, জাতীয় প্রেসক্লাবসহ সাংবাদিকদের বিভিন্ন সংগঠন। এসময় ১১ আগষ্ট সারাদেশে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেন সাংবাদিক নেতারা।সাংবাদিক নেতারা বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলা মুক্ত গণমাধ্যমের কন্ঠরোধ করার অপপ্রয়াস।
সাংবাদিকরা বলছেন, দুটি কারণে দেশে সাংবাদিকদের ওপর হামলা হয়। সত্য প্রকাশ রুদ্ধ করতে এবং সত্য প্রকাশে বাঁধা দিয়ে গুজব তৈরির সুযোগ নিতে। তবে যারাই হামলা করুক না কেন–দায় বর্তায় রাষ্ট্রের ওপর।সাংবাদিক নেতারা এ হামলার তীব্র নিন্দা জানিয়ে আহত সাংবাদিকদের পাশে দাঁড়ানোর জন্য তথ্য ও স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানান।
অনলাইন ডেস্ক