বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর প্রাইমারি গ্রাউন্ড স্টেশন উদ্বোধন হচ্ছে কাল।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে গাজীপুরের তেলিপাড়ার গ্রাউন্ড স্টেশনটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।একইসঙ্গে বেতবুনিয়ার ব্যাকআপ গ্রাউন্ড স্টেশনটিও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এছাড়া বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর সফল উৎক্ষেপণ উদযাপন করা হবে। এ উপলক্ষ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন গাজীপুরের জেলা প্রশাসক দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর।
সবকিছু ঠিক থাকলে আগস্ট বা সেপ্টেম্বর থেকে বঙ্গবন্ধু স্যাটেলাইটের বাণিজ্যিক কার্যক্রম শুরু হবে বলে জানান তিনি।
অনলাইন ডেস্ক