বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান নাকি কার্টার মাস্টার মুস্তাফিজ ?? নিজেদের কারিশমাকে তুলে ধরতে আজকের আইপিএলের আসরে কলকাতা নাইট রাইডার্সের হয়ে মাঠে নামছেন সাকিব আর সানরাইজার্স হায়দরাবাদের হয়ে মুস্তাফিজ । হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে খেলা শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টায়।

মুস্তাফিজের মাঠে নামা নিয়ে কোনো সন্দেহ নেই। প্রথম ম্যাচে বড় ব্যবধানে পরাজিত হায়দরাবাদের পক্ষে সবচেয়ে উজ্জ্বল পারফরম্যান্স ছিল বাংলাদেশের কাটার-মাস্টারের। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের রান-জোয়ারে ভেসে যাওয়া হায়দরাবাদকে স্বস্তি দেওয়ার কৃতিত্ব শুধু তাঁরই। চার ওভারে ২৬ রানের বিনিময়ে এবি ডি ভিলিয়ার্স ও শেন ওয়াটসনের মতো দুই বিধ্বংসী ব্যাটসম্যানের উইকেট নেওয়ার পর মুস্তাফিজ-বন্দনায় মেতে উঠেছে ভারতের গণমাধ্যমও।

তবে সাকিব সুযোগ পাবেন কি না, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। ২০১২ ও ২০১৪ সালে নাইট রাইডার্সের শিরোপা জয়ে বড় অবদান রাখলেও এবার প্রথম দুই ম্যাচেই উপেক্ষিত ছিলেন তিনি। আজ অবশ্য বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডারের খেলার উজ্জ্বল সম্ভাবনা। প্রথম ম্যাচে দিল্লি ডেয়ারডেভিলসকে সহজে হারালেও পরের ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ১৮৭ রান করেও জিততে পারেনি কলকাতা। সেদিন ঘরের মাঠে কেকেআর নামে পরিচিত দলটি বিশেষ করে বোলার সাকিবের অভাব ভালোমতো অনুভব করেছিল। আজ তাই বাংলাদেশের সবচেয়ে বড় তারকাকে মাঠে দেখা যেতে পারে।

কলকাতা নাইট রাইডার্স : গৌতম গম্ভীর (অধিনায়ক), রবিন উথাপ্পা, মনীশ পাণ্ডে, সাকিব আল হাসান/কলিন মুনরো, সূর্যকুমার যাদব, ইউসুফ পাঠান, আন্দ্রে রাসেল, পীযূষ চাওলা, সুনীল নারাইন/জন হেস্টিংস, ব্র্যাড হগ ও কুলদীপ যাদব/উমেশ যাদব।

সানরাইজার্স হায়দরাবাদ : ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), শিখর ধাওয়ান, মোইজেস হেনরিক্স, নামান ওঝা, দীপক হুদা, ওয়েন মর্গান, আশীষ রেড্ডি, করণ শর্মা, ভুবনেশ্বর কুমার, মুস্তাফিজুর রহমান ও বারিন্দর স্রান।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে