গাড়ি চালকদের অর্ধেকেরই লাইসেন্স নেই বলে জানিয়েছেন সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের।

সংসদে প্রশ্নোত্তর পর্বে তিনি একথা জানান। মন্ত্রী বলেন, এ বছরের জুন পর্যন্ত ৩৫ লাখ নতুন যানবাহন রেজিস্ট্রেশন করেছে। এর মধ্যে ২২ লাখই মোটরসাইকেল। অথচ নতুন লাইসেন্সপ্রাপ্ত চালকের সংখ্যা মাত্র ১৮ লাখ ৬৯ হাজার। অর্থাৎ প্রায় অর্ধেক চালকেরই ড্রাইভিং লাইসেন্স নেই। ভুয়া লাইসেন্সধারী চালক, ফিটনেসবিহীন গাড়ি ও ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন মন্ত্রী।

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকারের এ মেয়াদেই ঢাকা-সিলেট মহাসড়ক চার লেনে উন্নীত করার কাজ শুরু হবে।

অনলাইন ডেস্ক

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে