রাজধানীসহ সারাদেশে চলা তাপদাহ ও ভ্যাপসা গরম কমতে শুরু করেছে। আবহাওয়া অফিস জানিয়েছে, রাজধানীসহ সারাদেশে দুই একদিনের মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
সকালে ঢাকায় ৩০ ডিগ্রি ও রাজশাহীতে ৩২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছ। তাপমাত্রা কিছুটা কমায় গত এক সপ্তাহের বেশি সময় ধরে অতিষ্ঠ মানুষের মাঝে কিছুটা স্বস্তি দেখা দিয়েছে।
গত রাত থেকেই ময়মনসিংহ, সিলেট ও মৌলভীবাজারের শ্রীমঙ্গলের বিভিন্ন এলাকায় বৃষ্টি শুরু হয়েছে। গত কদিনের গরমে হাসাপাতালগুলোতে পানিশূন্যতা ও ডায়রিয়াজনিত রোগীর সংখ্যা বেড়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।