মোঃ তানসেন আবেদীনঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মশাল মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ। আওয়ামী সরকারের সকল গুম, খুন, দুর্নীতিসহ রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড এবং জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে বুধবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের মোগড়াপাড়া চৌরাস্তা এলাকায় এ মশাল মিছিল বের করা হয়।
মিছিলটি মহাসড়কের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তায় মসজিদের সামনে সমাবেশে মিলিত হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সোনারগাঁও উপজেলা শাখার নেতৃবৃন্দ এ সমাবেশ ও মিছিলের আয়োজন করে। সমাবেশে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নারায়ণগঞ্জ জেলার যুগ্ম সদস্য সচিব মুখলেসুর রহমান স্বজন, মূখ্য সংগঠক জাহিদুল হক বাঁধন, যুগ্ম আহ্বায়ক শাকিল সাইফুল্লাহ, সদস্য অনিক খান সিয়াম, ফারজানা আক্তার, হাবিবুর রহমান জিহাদ, শাফিন আহম্মেদ, মো. ইরফান সাদিক, আবু সুফিয়ান, সিফাত, জাহিদুল ইসলাম প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সকল গুম, খুন, দুর্নীতিসহ রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড এবং জুলাই গণহত্যার সঙ্গে জড়িতরা এখনো উপজেলার বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে। তারা পুলিশ প্রশাসনের প্রতি অপরাধীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবি জানান।
নারায়ণগঞ্জ নিউজ ডেস্ক।। বিডি টাইমস নিউজ