বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার ক্ষেত্রে আর কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন বিএনপির আইনবিষয়ক সম্পাদক কায়সার কামাল। তবে তার দেশে ফেরার সময় নির্ভর করছে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার ওপর। কেন্দ্রীয় নেতারা আশা করছেন, তিনি শিগগিরই দেশে ফিরবেন।

দীর্ঘ দেড় দশকের বেশি সময় ধরে দেশের বাইরে অবস্থান করছেন তারেক রহমান। তত্ত্বাবধায়ক সরকারের সময়ে তার নামে ১৭টি মামলা দায়ের হয়। পরে আওয়ামী লীগ সরকারের আমলে যুক্ত হয় আরও অর্ধশত মামলা। মামলা, হয়রানি, আটক এবং নির্যাতনের কারণে তাকে দেশ ছাড়তে হয়। তার বিরুদ্ধে দায়ের করা অধিকাংশ মামলায় এখন তিনি নির্দোষ প্রমাণিত হয়েছেন। এতে তার দেশে ফেরার বিষয়টি আবারও আলোচনায় এসেছে। বিএনপির নেতাকর্মীরা তার প্রত্যাবর্তনের অপেক্ষায় রয়েছেন।

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, “তিনি এই সময়টা মায়ের পাশে কাটাচ্ছেন, যা স্বাভাবিক। তার অবস্থানকারী দেশেও আইনি প্রক্রিয়া চলছে। আমরা আশা করছি, খুব দ্রুতই তিনি দেশে ফিরবেন।”

বিষয়টি নিয়ে আইনবিষয়ক সম্পাদক কায়সার কামাল বলেন, “তারেক রহমানের দেশে ফেরার ক্ষেত্রে কোনো আইনি বাধা নেই। তবে তার ফেরার দিনক্ষণ নির্ভর করছে খালেদা জিয়ার শারীরিক সুস্থতার ওপর।” তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা বেশিরভাগ মামলা রাজনৈতিক উদ্দেশ্যে করা হয়েছে বলে দাবি কায়সার কামালের। তিনি বলেন, “তার পাসপোর্ট নবায়ন পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছিল। ফ্যাসিস্ট সরকার তাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করেছে।”

বর্তমানে বিচারাধীন থাকা কয়েকটি গুরুত্বপূর্ণ মামলায় দ্রুত নিষ্পত্তি হওয়ার আশা করছেন বিএনপির আইনজীবীরা। এছাড়া তার বিরুদ্ধে থাকা ১২টি রাজনৈতিক মামলারও সমাধানের প্রত্যাশা রয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে