মোকাম্মেল মিশুঃ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলম বলেছেন,গত ১৫ বছর ধরে বাংলাদেশের জনগণ একটি নজিরবিহীন ফ্যাসিবাদী ও মাফিয়া শাসনের অধীনে চরম জুলুম ও নির্যাতনের শিকার হয়েছিলো। তাই বাংলার মানুষ হাতে হাত রেখে বাংলার মাটি থেকে স্বৈরাচার হাসিনা সরকারকে লড়াই করে বিদায় করেছে। সেজন্য ২৪’র অভ্যুত্থানের ঘোষণাপত্রে সবার আগে স্বৈরাচারী খুনি হাসিনার বিচার দেখতে চায় বাংলার জনগন। তিনি শুক্রবার ১০ জানুয়ারি ভোলা শহরের ইলিশ ফোয়ারা চত্বরে পথ সভায় এ কথা বলেন।

এসময় তিনি আরো বলেন,এই ঘোষনা পত্রে প্রত্যাকটি জেলা ও উপজেলার শ্রমিক ও মেহনতী মানুষের আত্মত্যাগের কথা তুলে ধরতে হবে , যেন সকল শহীদের নাম আসে ;গুটি কয়েক জনের নয়। এর আগে তিনি জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের জনমত তৈরিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণসংযোগের অংশ হিসেবে সদর রোড ও বাংলা স্কুল মোড়ে লিফলেট বিতরণ করেন। এছাড়া তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ভোলায় নিহত শহীদ জসিম উদ্দিন এর পরিবারের সদস্যদের সাথে দেখা করে সহানুভূতি জানান এবং কবর জিয়ারত করেন। এসময় তার সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভোলার সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ভোলা নিউজ ডেস্ক।। বিডি টাইমস নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে