২০তম ‘বেইজিং-টোকিও ফোরাম’ গত (বুধবার) জাপানের টোকিওতে শুরু হয়েছে। চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় পলিট ব্যুরোর সদস্য ও চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এতে ভিডিও ভাষণ দিয়েছেন।
ভাষণে ওয়াং ই বলেন, কিছু দিন আগে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ও জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা এপেক সম্মেলন চলাকালে প্রথমবারের মতো দেখা করেছেন। দু’পক্ষ চীন ও জাপানের ৪টি রাজনৈতিক নথিতে নির্ধারিত নীতি ও নির্দেশনা অনুসারে চীন-জাপান কৌশলগত ও কল্যাণমূলক সম্পর্ককে সার্বিকভাবে উন্নত করতে একমত হয়েছে এবং নতুন যুগের চাহিদার সঙ্গে সঙ্গতিপূর্ণ গঠনমূলক ও স্থিতিশীল চীন-জাপান সম্পর্ক গড়ে তুলতে সম্মত হয়েছে। দু’দেশের নেতাদের গুরুত্বপূর্ণ মতৈক্য দিকনির্দেশনা হিসেবে নিয়ে দু’দেশের সম্পর্ক স্থিতিশীল উন্নয়নের জন্য একসঙ্গে চেষ্টা করা উচিত। এর জন্য তিনি ৪টি প্রস্তাব তুলে ধরেছেন: প্রথমত, দু’দেশের সম্পর্কের সঠিক অবস্থান বোঝা; দ্বিতীয়ত, দু’দেশের রাজনৈতিক ভিত্তি ভালোভাবে বজায় রাখা; তৃতীয়ত, কল্যাণমূলক ও জয়-জয় উন্মুক্তকরণ কৌশল প্রচার করা; চতুর্থত, আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি স্থিতিশীলতা রক্ষা করা।
ওয়াং ই আশা করেন ‘বেইজিং-টোকিও ফোরামে’ সবাই আন্তরিকভাবে মতবিনিময় করবেন, ঐক্যমত্য গড়ে তুলবেন, চীন-জাপান সম্পর্কের জন্য পরামর্শ প্রদান করবেন এবং নতুন যুগের চাহিদার সঙ্গে সঙ্গতিপূর্ণ গঠনমূলক ও স্থিতিশীল চীন-জাপান সম্পর্কের জন্য অবদান রাখবেন। ‘বেইজিং-টোকিও ফোরাম’ হল চীন ও জাপানের মধ্যে গুরুত্বপূর্ণ সরকারি ও বেসরকারি যোগাযোগ প্ল্যাটফর্ম। ২০০৫ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে প্রতি বছর এ ফোরাম অনুষ্ঠিত হয়ে আসছে। এবারের ফোরামের প্রতিপাদ্য হল ‘চীন ও জাপান একসঙ্গে বহুপাক্ষিক কাঠামোতে আন্তর্জাতিক শান্তি শৃঙ্খলার পুনর্নির্মাণ উন্নীত করে’। ফোরামে জাপানের পররাষ্ট্রমন্ত্রী তাকাশি ইওয়ায়া উপস্থিত ছিলেন এবং ভাষণ দিয়েছেন। জাপানের সাবেক প্রধানমন্ত্রী ইয়াসুও ফুকুদা মূল বক্তব্য রাখেন।
সূত্র: তুহিনা-হাশিম-লিলি,চায়না মিডিয়া গ্রুপ।। বিডি টাইমস নিউজ