চিএশিল্পী রানিয়া আলমের দ্বিতীয় একক চিত্র প্রদর্শনী “Expression of life” অনুষ্ঠিত হতে যাচ্ছে, আগামী ১লা নভেম্বর, উমা মিউজিয়াম,সাউথ কোরিয়া।
শিল্পী চারুকলা অনুষদ,ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ছাপচিত্র বিভাগে ২০০৭ সালে মাস্টার্স অফ ফাইন আর্টস সমাপ্ত করেন।২০০৮সালে “Down memory lane a journey” শীর্ষক প্রথম একক চিত্র প্রদর্শনী জয়নুল গ্যালারিতে অনুষ্ঠিত হয়।যা বিপুল প্রশংসা লাভ করে।এরপর দেশ বিদেশে অসংখ্য দলীয় ও একক প্রদর্শনী সহ , বিভিন্ন চিত্র কর্মশালায় তিনি অংশগ্রহণ করেন।Flame a r ts open studio নামে সাংস্কৃতিক প্রতিষ্ঠানের তিনি অন্যতম কর্ণধার।
শিল্পী বর্তমানে দীর্ঘ তিন মাস সাউথ কোরিয়া রেসিডেন্সি সহ স্কলারশিপ গ্রহণ করেন এবং উমা মিউজিয়াম Dongsang-ro, Dongsang-myeon, Wanju-gun, Jeonbuk State এর তত্ত্বাবধানে ২য় একক প্রদর্শনী অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রদর্শনীতে বিষয়বস্তু হিসেবে নিসর্গীয় প্রকৃতি, প্রতিকৃতি, পারিপার্শ্বিক জীবন ও অবয়ব নির্ভর বিমূর্ততা বিশেষ ভাবে প্রকাশ পেয়েছে। প্রদর্শনী আগামী ১৪ই নভেম্বর পর্যন্ত চলবে।শিল্পীর ভবিষ্যৎ সাফল্য কামনা করছি।
প্রদর্শনীর লিঙ্ক https://www.jjan.kr/article/20241030580279
Visual Artist Rania Alam’s second solo exhibition “Expression of life” will be held on November 1st at Uma Museum, South Korea. The artist completed Masters of Fine Arts in 2007 in the Department of Printmaking from the Faculty of Fine Arts, University of Dhaka.In 2008, her first solo exhibition entitled “Down memory lane a journey” was held at Zainul Gallery, which received huge appreciation. After that, he participated in various painting workshops, including numerous group and solo exhibitions in the country and abroad.
He is one of the founder of the cultural institution called Flame Arts Open Studio. The artist currently holds a scholarship with a three-month long South Korea residency and is about to hold a 2nd solo exhibition under the auspices of Uma Museum Dongsang-ro, Dongsang-myeon, Wanju-gun, Jeonbuk State. The artist’s creations of natural environments, portraits, ambient life and form-based abstractions feature prominently in the exhibition. The exhibition will continue till November 14. We wish the artist all the best for future success.