কুষ্টিয়া জেলা পরিষদেরজেলা পরিষদ টাওয়ারের ১টি সেমি বেজমেন্টসহ ৯মতলা বাণিজ্যিক ভবননির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। রবিবার বিকেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলা পরিষদ টাওয়ারের নির্ধারিত স্থানে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি।

প্রধান অতিথির বক্তব্যে জনাব হানিফ বলেন, কুষ্টিয়াকে আধুনিক মডেল জেলা হিসাবে গড়ে তোলার জন্য সরকারের পাশাপাশি সকলকে এগিয়ে আসতে হবে। উন্নত বাংলাদেশের রুপকার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা জননেত্রী শেখ হাসিনার পাশে থেকে আগামী নির্বাচনে আওয়ামীলীগকে বিজয়ী করতে হবে। তিনি আরো বলেন, বিএনপিজামায়াত সব সময় বাংলাদেশের মানুষকে নিয়ে চক্রান্ত করেছে, আগামী জাতীয় নির্বাচন নিয়েও তারা আবার চক্রান্ত শুরু করেছে, এ বিষয়ে দেশবাসীকে সজাগ থাকার আহবান জানান।

জেলা পরিষদ চেয়ারম্যান হাজী রবিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব সদর উদ্দিন খান, সহসভাপতি খন্দকার শামসুল আলম দুদু, শেখ গিয়াস উদ্দিন আহমেদ মিন্টু, সাধারণ সম্পাদক আজগর আলী, সাংগঠনিক সম্পাদক ডা. আমিনুল হক রতন, শিক্ষা বিষয়ক সম্পাদক আমজাদ হোসেন রাজু, মহিলা বিষয়ক সম্পাদক এ্যাড. শীলা বসু, তথ্য গবেষনা সম্পাদক রাশেদুল ইসলাম বিপ্লব, জর্জ কোর্টের বিজ্ঞ পিপি এ্যাড. অনুপ কুমার নন্দীজেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আবুল বায়েছ মিয়া, কুমারখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান খান, মিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামারুল আরেফিন, ভেড়ামেরা পৌর সভার মেয়র শামিউল ইসলাম ছানা, শহর আওয়ামীলীগের সাধারন সম্পাদক আতাউর রহমান আতা, কু্ষ্টিয়া জেলা সাংবাদিক ইউনিয়ন সাধারন সম্পাদক জামিল হাসান খান খোকন সহ নেতৃবৃন্দ।

সময় জেলা পরিষদের সদস্যবৃন্দসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সুশীল সমাজের প্রতিনিধিআওয়ামীলীগ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

প্রিতম মজুমদার
কুষ্টিয়া, বিডি টাইমস নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে