কোটা আন্দোলনে রাজধানীর উত্তরায় ফজলুল করিম (২৮) নামে এক পোশাককর্মীকে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ৩৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। বুধবার (২১ আগস্ট) উত্তরা পূর্ব থানায় এ মামলা করা হয়।

মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক সংসদ সদস্য খসরু, ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম, সাবেক ডিবিপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদ, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, সাবেক ডিআইজি খালিদ হাওলাদার প্রমুখ। বিষয়টি নিশ্চিত করে উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, নিহত ফজলুল করিমের বড় ভাই আনোয়ার হোসেন আয়নাল বাদী হয়ে এজাহার দায়ের করেছেন। প্রত্যক্ষ ও পরোক্ষ প্ররোচনায় খুন করার অপরাধে এজাহার দায়ের করা হয়েছে।

অনলাইন নিউজ ডেস্ক।। বিডি টাইমস নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে