দেশের মানহীন বেসরকারি মেডিকেল কলেজ বন্ধ নিয়ে অসহায়ত্ব প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। বন্ধ হওয়া হাসপাতালগুলো চালু হওয়ায় হতাশা প্রকাশ করেন তিনি।জাতীয় সংসদে বাজেটে ছাঁটাই প্রস্তাবের জবাবে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। এসময় রাস্তাঘাট মেরামত নিম্নমানের বলে সংসদ সদস্যরা অভিযোগ করলেও কোন মন্তব্য করেননি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

জাতীয় সংসদে বাজেট পাশের দিন সকাল থেকেই সংসদ সদস্য ও মন্ত্রীরা নিজ নিজ খাতের মঞ্জুরি ব্যয় উত্থাপন করেন।এসময় ছাটাই প্রস্তাবের উপর আলোচনায় অনেক এমপি মানহীন বেসরকারি মেডিকেল কলেজের সমালোচনা করেন। গ্রামে ডাক্তার পাওয়া যায় না বলেও জানান তারা। এ বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বেসরকারি মেডিকেল কলেজ নিয়ন্ত্রণের জন্য আইন করা হবে।পরে,অনেক সংসদ সদস্য অভিযোগ করেন, রাস্তাঘাট উন্নয়নের কাজ হলেও তা খারাপ মানের হওয়ায় সুফল পাবে না জনগণ।

রুজমিলা হক,
নিউজ ডেস্ক, বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে